
বই:- একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য।
লেখক:- ওবায়েদ হক।
মূল্য:- ২৫০ টাকা।
পৃষ্ঠা:- ১৪৪।
প্রকাশনী:- ভূমি প্রকাশ।
‘একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য’ বইটি বিখ্যাত কথাসাহিত্যিক ‘ওবায়েদ হক’ রচিত একটি গল্প সংকলন। বইটি লেখকের দুটি গল্পের বইয়ের যোজন বিয়োজনের মাধ্যমে সংকলিত হয়েছে। বইটিতে লেখকের বেশ কয়েকটি গল্প রয়েছে।
বইটিতে সংকলিত গল্পগুলো হচ্ছে — প্রায়শ্চিত্ত, একটি শাড়ি এবং কামরাঙা বোমা, ছোঁয়া, উপহার, সুখের মণি, ভুল সাক্ষাৎ, অধর্ম, হয়তো, অসুখ, আংটি, ফ্যাকাশে লাল ফুল, রমজান, চশমা, নিমকহারাম, বুড়ো দাঁড়কাক মরেনি এবং বিসর্জন।
এর আগে লেখকের রচিত দুটো বিখ্যাত উপন্যাস ‘জলেশ্বরী’ এবং ‘নীল পাহাড়’ পড়েছিলাম। উপন্যাস দুটোতে লেখকের প্রতিভার পরিচয় পেয়েছিলাম। উপন্যাস দুটোতে লেখক সমাজের নানান অসামাজিক কার্যকলাপ তুলে ধরছেন নিপুণভাবে। ঠিক তেমনিভাবেই এই বইটির গল্পগুলোতে সামাজিক অসংগতিগুলো তুলে ধরছেন।
উপন্যাস রচনার পাশাপাশি লেখক ছোটগল্প রচনায়ও তার প্রতিভার পরিচয় দিয়েছেন।
বইয়ের প্রথম এবং শেষ পৃষ্ঠা উল্টিয়ে লেখকের পরিচয় পাওয়া যায় না, পরিচয় পেতে হলে প্রথম এবং শেষ পৃষ্ঠা মাঝে যেসব লেখাগুলো থাকে তা পড়তে হয়, তাই পড়ে ফেলুন ‘ওবায়েদ হক’ রচিত গল্পগ্রন্থ ‘একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য’ বইটি।
লেখক- Taiyaub Sovon