Aarya (2020) Series Review

সুস্মিতা সেন ইজ ব্যাক। দারুনভাবে এই সিরিজ দিয়ে কামব্যাক করলেন সুশ আর অনেকদিন পর দেখা গেল চন্দ্রচূড়কে।
পিটার বার্ট কর্তুয়ার ডাচ ড্রামা সিরিজ Penoza র অনুকরনে ‘Aarya’ নির্মিত। সিরিজের প্লট আরিয়া নামের মধ্যবয়সী নারী ও তার পরিবারে নেমে আসা ক্রাইসিস নিয়ে লেখা। ওষুধ উৎপাদন আর তার সাথে আফিমের পারিবারিক ব্যবসা আরিয়ার বাবার। স্বামী ও তিন সন্তান নিয়ে আরিয়ার সংসার দারুন চলছিল। আরিয়ার বাবার কথায় চন্ডীগড় থেকে এসে শ্বশুড়ের ব্যবসায় যোগ দেয় আরিয়ার স্বামী তেজ।
এই ব্যবসার বাকি দুই পার্টনার আরিয়ার ভাই সংগ্রাম আর তার বন্ধু জওহার। অবৈধ উপায়ে লাফিয়ে ব্যবসা বাড়াতে সংগ্রাম আর জওহর মাল নিয়ে আসে এক আন্ডারওয়ার্ল্ড ডনের যে আবার ওই মাল বিক্রি করতে এনেছিল রাশিয়ান দলের কাছ থেকে। মাল বলতে সেই তিনশো কোটি রুপির হেরোইন আনায় তেজ মানতে পারে না, সংগ্রামের সাথে বিরোধ হয়। একপর্যায় সংগ্রাম গাড়িতে হেরোইন স্যাম্পল রাখায় গ্রেফতার হয় আর আততায়ী খুন করে তেজকে।
পুরো সংসারের দায়, স্বামী হত্যার রহস্য আর আন্ডারওয়ার্ল্ড এর সাথে সেই শত কোটি রুপির ঝামেলায় জড়িয়ে পড়ে এবার আরিয়া। একজন সাধারণ মডার্ন নারী থেকে কিভাবে আরিয়া তার পরিবারকে বাচাতে আন্ডারওয়ার্ল্ড সামাল দেয় তাই বাকি গল্প।
তবে এখানে অনেক সাবপ্লট রয়েছে। জওহর, আরিয়ার বাবা, আরিয়ার বাবার সহকারী দৌলত আর আরিয়ার তিন সন্তানের ক্যারেক্টার ও দারুনভাবে প্রভাব ফেলে গল্পে।